• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

অবশেষে ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ হচ্ছে


প্রকাশিত: ৬:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

বিশেষ প্রতিনিধি : অবশেষে দেশরত্ন শেখ হাসিনার মূল্যায়ন করলো সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়।এর ফলে ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ হচ্ছে। দেশের বৃহত্তর পদ্মার সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে মন্ত্রণালয় একমত হয়েছে বলেও জানান তিনি।আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ নামকরণের বিষয়ে মন্ত্রণালয়ে লেখা হয়েছে এবং সেজন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে সার সংক্ষেপ পাঠানো হয়েছে।কাজের অগ্রগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর ৬০ ভাগ কাজের শুভ উদ্বোধন হবে আগামী ১৩ অক্টোবর। এই মুহূর্তে ৫৯ ভাগ কাজ শেষ হয়েছে। এই সেতুর নামকরণ আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের, শ্রীনগর সার্কেলের পুলিশ সুপার (এসপি) কাজী লিমা, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলি, ট্রফিক ইনচার্য মাওয়া (টি আই) মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।