• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

অবশেষে পাক সফরে টাইগাররা-‘স্বস্থি’


প্রকাশিত: ৯:২৭ পিএম, ১৪ জানুয়ারী ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

স্পোর্টস রিপোর্টার : অবশেষে পাক সফরে টাইগাররা-‘স্বস্থি’ ফিরেছে সবার। জানা গেছে, অনেক ‘কিন্তু’ শেষে চূড়ান্ত হলো বাংলাদেশের পাকিস্তান সফর। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী চার মাসের মধ্যে তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশের চাওয়া অনুযায়ী শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই আয়োজন করবে পিসিবি। পরের দুই ধাপে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

আজ বিকেলে (মঙ্গলবার) দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় সূচি চূড়ান্ত হয়েছে। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর বিসিবিও নিশ্চিত করেছে বিষয়টি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা সত্য। আমরাও কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি জানিয়ে দেবো।

পাকিস্তান সফরের সূচিতে ছিল তিন টি-টোয়েন্টির সঙ্গে দুই টেস্ট। তবে বাংলাদেশ শুরুতে সংক্ষিপ্ত সফরে গিয়ে পাকিস্তানের নিরাপত্তার অবস্থা দেখে নিতে চেয়েছিল। তখন থেকেই অনিশ্চয়তায় দোলাচলে এই সফর। শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা এসেছে তিন দফা সফর সূচির মাধ্যমে। প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।দ্বিতীয় ধাপের সফরে হবে একটি টেস্ট। ৭ থেকে ১১ এপ্রিল পাঁচ দিনের ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর নামবে দ্বিতীয় টেস্টে।

এক বিবৃতিতে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পিসিবি। দুবাইয়ে বিসিবির সঙ্গে বৈঠক শেষে তারা জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে হবে এই সিরিজটি। ‍শেষ পর্যন্ত সফর চূড়ান্ত হওয়ার তৃপ্ত পিসিবি সভাপতি এহসান মানি, সবার সম্মতিতে এটি অর্জন করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি ধন্যবাদ দিতে চাই আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে, তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য।বাংলাদেশের তিনবার পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, সিরিজ নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ায় আমি আনন্দিত। বাংলাদেশ তিনবার পাকিস্তান সফর করবে। এতে করে তারা পাকিস্তানে অন্য যে কোনও দেশের মতো নিরাপত্তা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি: প্রথম ধাপ: ২৪ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি, লাহোর, ২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর, ২৭ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর,দ্বিতীয় ধাপ: ৭-১১ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি, তৃতীয় ধাপ: ৩ এপ্রিল: একমাত্র ওয়ানডে, করাচি, ৫-৯ এপ্রিল: দ্বিতীয় টেস্ট, করাচি