অবশেষে পলাশের সেই নায়িকাকে জিজ্ঞাসাবাদ
চট্টগ্রাম প্রতিনিধি : অবশেষে পলাশের সেই নায়িকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবী জামানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শামসুর নাহার শিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে দুবাইগামী উড়োজাহাজ (বিজি-১৪৭ ফ্লাইট) ছিনতাইকারীর কবলে পড়ে। পরে বেলা সাড়ে ৫টার দিকে এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সন্ধ্যা ৬টার দিকে এক কমান্ডো অভিযানে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী। পরে আঙুলের ছাপ মিলিয়ে জানা যায়, ওই যুবক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে পলাশ আহমেদ। নিহত পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শিমলা। বিমান ছিনতাইচেষ্টার ঘটনার প্রায় তিন মাস আগে তাদের বিচ্ছেদ হয়। উড়োজাহাজটিতে থাকা কয়েকজন যাত্রী ঘটনার বর্ণণা দিয়ে ওই সময় জানান, বিমানে পলাশের সঙ্গে একটি ব্যাগ ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই সে পেছন থেকে দৌঁড়ে ক্যাপ্টেনের রুমে গিয়ে পাইলটকে জিম্মি করার চেষ্টা করে। এসময় বিমানের ভেতরে গুলির শব্দও শোনা গিয়েছিল।