• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

অবশেষে দারোগা’র খুনী স্ত্রীর ফাঁসির আদেশ


প্রকাশিত: ২:৪১ পিএম, ৩০ মে ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

কোর্ট রিপোর্টার :  অবশেষে দারোগা’র খুনী স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ঢাকার শাহ আলী থানার asi mardarer-www.jatirkhantha.com.bdএএসআই হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন। প্রায় সাড়ে তিন বছর আগের এই ঘটনার বিচার শেষে মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা রহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি মাহফুজুর রহমান লিখন জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. রাফা এ মিষ্টি ও তার স্ত্রী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোসাম্মত রিয়া পলাতক রয়েছেন।