অবশেষে কাঠগড়ায় উইকিলিকস-অ্যাসাঞ্জ
ডেস্ক রিপোর্টার : গোপন নথি প্রকাশ করে বিশ্বব্যাপী সাড়া ফেলা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়া অ্যাসাঞ্জকে স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিবিসি।লন্ডন মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র এতথ্য নিশ্চিত করে জানিয়েছে, অ্যাসাঞ্জকে হেফাজতে নেওয়া হয়েছে।
যত দ্রতসম্ভব তাকে বিচারিক আদালতে হাজির করা হবে।২০১২ সালের ১৯ জুন থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে অ্যাসাঞ্জকে এক ধরনের বন্দি জীবনযাপন করতে হয়। ইকুয়েডর দূতাবাসে অবস্থানের সময় বাইরে বের হতে পারেননি তিনি।বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের গোপন তারবার্তা প্রকাশ করে বিশ্বজুড়ে হৈ-চৈ ফেলে দেন অস্ট্রেলিয়ার এই নাগরিক। সেই গোপন তারবার্তায় বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কূটনীতিকদের নানা তথ্য ফাঁস হয়ে যায়।