• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

অপহরণকারীরা বেপরোয়া হ্নীলায়-৩ বনপ্রহরী অপহরণ-৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি


প্রকাশিত: ১২:৫১ এএম, ৩ সেপ্টেম্বর ২৩ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

টেকনাফ প্রতিনিধি : গত সাড়ে ৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জনকে অপহরণ করা হয়েছিল। সর্বশেষ অপহরণের শিকার হলো ৩ বনপ্রহরী।কক্সবাজারের টেকনাফে বন বিভাগের পাহারা দলের নিখোঁজ তিন সদস্যের পরিবারের কাছে জনপ্রতি ২০ লাখ টাকা করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
শনিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করে এ মুক্তিপণ দাবি করা হয়। গতকাল শুক্রবার পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করেন বলে ধারণা করা হচ্ছে।অপহরণকারীদের এমন বাড় বাড়ন্ত বেড়েছে যে, ইতিমধ্যে ৪২ জন স্থানীয় বাসিন্দা ও ৪৪ জন রোহিঙ্গাকে অপহরণ করা হয়েছিল। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

অপহৃত তিনজন হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের (২০), বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, গতকাল সকালে ইউনিয়নের মোচনী বিটের নেচারপার্ক বনে পাহারা দেওয়ার সময় বেসরকারি সংস্থা নিসর্গের অধীন কর্মরত তিন পাহারাদারকে অপহরণ করা হয়। খবর পেয়ে বন পাহারা দলের অর্ধশতাধিক সদস্য পাহাড়ে অভিযান চালান। শনিবার সকালে শাকেরের মা আম্বিয়া খাতুন, রহিমের স্ত্রী রাবিয়া বেগম এবং আবদুর রহমানের স্ত্রীর মুঠোফোনে কল দিয়ে ২০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

তিনজনকে অক্ষত অবস্থায় ফেরত চান দাবি করে পরিবারের সদস্যরা বলেন, টাকা না পেলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ সময় পরিবারকে মুঠোফোনে তাঁদের চিৎকার শুনিয়ে ভয় দেখান অপহরণকারীরা।

গতকাল রাতে টেকনাফ সদরের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান বলেন, টেকনাফ উপজেলার হ্নীলার মোচনী বিটের আওতাধীন বেসরকারি সংস্থা নিসর্গের অধীন বন পাহারা দলের পিসিজি ৩৭ সদস্য রয়েছেন। এ পাহারা দলের সদস্যরা দৈনিক সকাল ও বিকেল দুই ভাগে বিভক্ত হয়ে বনে পাহারা দেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, তিনজন বন প্রহরীর উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।