• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

অনেকদিন পর বড় ভাইর দেখা পেলেন মুস্তাফিজ


প্রকাশিত: ২:১১ এএম, ২৩ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

1স্পোর্টস রিপোর্টার   :   সাতক্ষীরার তেতুলিয়া গ্রামের মাঠে দাপিয়ে বেড়ানো ছেলেটি আজ আইপিএল দাপিয়ে বেড়াচ্ছে। ক্যারিয়ারের এক বছরের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা বোলারে পরিণত হয়েছেন তিনি। ক্রিকেটার হওয়ার কারণেই পেশাদারিত্বের খাতিরে তাকে আজ গ্রাম থেকে দূরে থাকতে হচ্ছে। বাড়ির ছোট ছেলেটিকে দেখতে সুদূর ভারত গেলেন মুস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান।

আইপিএলের শত ব্যস্ততার মাঝেও মা-বাবার জন্য মন কাঁদে মুস্তাফিজের। ফোন করে প্রতিনিয়ত বাড়ির সকলের খোঁজ খবর নেন তিনি। প্রায় সময়েই মনমরা হয়ে থাকতেন মুস্তাফিজ। তাই একটু আনন্দ ফিরিয়ে দিতে মুস্তাফিজের কাছে হাজির হলেন মাহফুজুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুস্তাফিজ এবং তার বড় ভাইর ছবি পোস্ট করে লেখেন, ‘অনেকদিন পর বড় ভাইয়ের সাথে দেখা হল।’

আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হচ্ছে মুস্তাফিজের হায়দারাবাদ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ‘দ্য ফিজ’।