• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

অনলাইনে নিষিদ্ধ হিজবুত তাহরিরের সম্মেলন-চিহ্নিত নেতাকর্মীরা খুব শিগগির গ্রেফতার


প্রকাশিত: ৮:০৬ পিএম, ৫ সেপ্টেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৪ বার

Hizbut_Tahrir-2বিশেষ প্রতিবেদক.ঢাকা:  অনলাইনে নিষিদ্ধ হিজবুত তাহরিরের সম্মেলনে যোগদানকারী নেতাকর্মীদের চিহ্নিত করেছে গোয়েন্দারা।খুব শিগগির তাদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন গোয়েন্দারা।সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলন কৌশলগত কারনে বন্ধ করেনি গোয়েন্দারা।

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (সাইবার ক্রাইম) এডিসি মো. শাজাহান জানান, ওই সম্মেলন পুরোটাই মনিটরিং করা হয়েছে। কারা কি বলেছে তা সবই রেকর্ড রয়েছে তাদের হাতে। ইতিমধ্যে বেশ কজনকে শনাক্ত করা হয়েছে। বন্ধ করে দিলে কে বা কারা সম্মেলনে অংশ নিচ্ছে তা জানা যেতনা। পাশাপাশি শনাক্তও হতোনা হিজবুত নেতরা। তিনি জানান, এ নিয়ে কাজ চলছে। শিগগিরই হিজবুতের সম্মেলনে অংশ নেয়া নেতারা গ্রেফতার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

hisbut-3এর আগে বৃহস্পতিবার এ সম্মেলন নিয়ে ডিএমপির (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাংগঠনিক কর্মকান্ড চালানোর কোনো সুযোগ নেই। তাদের অনলাইন সম্মেলনের বিষয়টি পুলিশের নজরে আছে। কোনোভাবেই এ সম্মেলন করতে দেয়া হবে না। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। এর পেছনে যারা আছে তাদের ধরার চেষ্টা চলছে।

এদিকে এ সম্মেলনটি নিয়ে অনলাইনে ও অফলাইনে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল হিজবুত তাহরীর। সে লক্ষ্যে সংগঠনটির কিছু নেতাকর্মীকেও গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার বেলা তিনটায় অনলাইনে সম্মেলনটি শুরু হয়।

অনলাইনে সরাসরি সম্প্রচারিত সম্মেলনে দেখা যায়, একটি কক্ষের ভেতর পাঁচজন বক্তা বসে আছেন। যারা ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনের দেয়ালে সম্মেলনের ব্যানার টানানো আছে। সম্মেলনে বাংলাদেশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেন বক্তারা। এছাড়া তারা খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর আগে রাজধানীসহ চট্টগ্রাম ও অন্যান্য জেলায় এ সংক্রান্ত পোস্টার ছড়িয়ে দিয়েছিল সংগঠনটি।

হিজবুত তাহরীরের ‘খেলাফত আসন্ন’ শিরোনামের পোস্টার রাজধানীতে ছড়িয়ে পড়লে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠে। যে কোনো মূল্যে তাদের প্রতিহত করারও চ্যালেঞ্জ ছিল।

অপরদিকে এতোদিন অনেকটা জনসম্মুখে প্রচারণা চালিয়ে যাচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ে এবার কৌশল পাল্টিয়েছে তারা। প্রতিবাদী লোকজন ও পুলিশের চোখে ফাঁকি দিতে এখন তারা প্রচারণার সময় হিসেবে বেছে নিয়েছে রাতের আঁধারকে। সরকার ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের মাধ্যমে তারা কথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশি ধরপাকড় এড়াতে চিহ্নিত হিজবুত জঙ্গিরা গা ঢাকা দিয়ে আছেন। সংগঠনের প্রচারের ক্ষেত্রে তারা অফলাইনের চেয়ে অনলাইনে প্রচারণাকে বেশি নিরাপদ মনে করছেন। হিজবুত তাহরিরের একাধিক ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে তারা তাদের মতাদর্শ প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।

নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদানের ক্ষেত্রেও তারা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রচারিত ওয়েবসাইটের মাধ্যমেও হিজবুত তাহরির তাদের প্রচার চালিয়ে যাচ্ছে।