• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

অংক প্রশ্ন ফাঁসকারী ৬ ক্রিমিনাল পাকরাও


প্রকাশিত: ৭:৪৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৭ বার

ppস্টাফ রিপোর্টার  :  এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে রাজধানীতে ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, পরে ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই অভিযোগে সরকারি মুদ্রণালয় বিজি প্রেসের একজন কর্মচারীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রোববার এসএসসিতে সারা দেশে গণিত বিষয়ের পরীক্ষা ছিল। আমাদের ই-মেইলে ঢাকা ও রাজশাহী বোর্ডের ‘ফাঁস’ হওয়া প্রশ্নপত্র পরীক্ষা শুরুর প্রায় ৪০ মিনিট আগে আসে।তবে অনেকেই দাবি করছেন, আগের রাতেই শিক্ষার্থীরা প্রশ্নপত্র পেয়েছে। সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।