• রোববার , ১৫ ডিসেম্বর ২০২৪

‘মিসকিন’ অভিশাপ মুক্ত বাংলাদেশ এখন মালয়েশিয়ার কাতারে-


প্রকাশিত: ১১:০৪ পিএম, ২ মার্চ ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

বিশেষ প্রতিনিধি : ‘মিসকিন’ অভিশাপ মুক্ত বাংলাদেশ এখন মালয়েশিয়ার কাতারে-জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা দরিদ্রতম দেশের মানুষ ছিলাম, আমাদেরকে মিসকিন বলা হতো। সেই অভিশাপ থেকে গত ২৬শে ফেব্রুয়ারি মুক্ত হলাম। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করছে। বাংলাদেশ এখন মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে। এটা আমাদের জন্য গর্বের।

মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষের ভৌগলিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি এবং একটি ভূখ-। বঙ্গবন্ধু কখনো নীতির সঙ্গে আপস করেননি। একটি মানচিত্র দিয়ে গেছেন তিনি। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গেছেন।

মন্ত্রী বলেন, শুধুমাত্র একটি ম্যুরাল, একটি মুজিব কর্নার করে দায়িত্ব শেষ হবে না। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে ভালো বই রাখতে হবে। সময় পেলে মানুষজন যাতে বসে বসে বই পড়ে সেই ব্যবস্থা রাখতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটি শুধু একটি নাম নয়, একটি দর্শন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় বঙ্গবন্ধু ম্যুরাল ও ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে সোনালী ব্যাংক। এটা জাতির পিতার প্রতি আমাদের সম্মান।

সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, আমরা চেষ্টা করেছি এখানে বঙ্গবন্ধুর অমর বাণী তুলে ধরতে। এখানে তুলে ধরছি, সরকারি চাকরিজীবীদের উদ্দেশে জাতির পিতার দেয়া ভাষণ। তরুণ প্রজন্ম যেন জাতির পিতাকে উপলব্ধি করতে পারে, জানতে পারে এজন্য তার দেয়া বক্তব্য, ছবিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে এখানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আতাউর রহমান প্রধান।