• বুধবার , ৮ মে ২০২৪

রোহিঙ্গা নিধনে ক্ষুদ্ধ বিনালি এলদেরিম


প্রকাশিত: ৪:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

কক্সবাজার প্রতিনিধি :নিরীহ রোহিঙ্গা নিধনে ক্ষুদ্ধ বিনালি এলদেরিম বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন পর্যায়টা জাতিগত নিধনের পর্যায়ে বলে মন্তব্য করেছেন তুরস্কের Tarkey pm-www.jatirkhantha.com.bdপ্রধানমন্ত্রী । তিনি বলেছেন, “রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আর্ন্তজাতিক সকল মহলকে একযোগে কাজ করা জরুরি।কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম বুধবার বেলা ১১টার পরে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তিনি সারাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে পৌঁছে তিনি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। সেখানে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এর পর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন।এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং স্মারক হিসেবে একটি চারাগাছ রোপণ করেন।এছাড়াও তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং শ্রদ্ধা নিবেদন করেন। জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম রোহিঙ্গাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।