• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

বিশ্বসুন্দরী হলো ক্রিস্টিনা-


প্রকাশিত: ৫:২৫ পিএম, ১০ মার্চ ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

 

 

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী  শাম্মী ইসলাম নীলা কোনো পর্যায়েই পৌছাতে পারেনি-


বিনোদন ইন্টারন্যাশনাল ডেস্ক : অবশেষে মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা। যেমন পরমা সুন্দরী তেমনি তার যোগ্যতা’ও। ক্রিস্টিনার এই বিজয়ে এশিয়ায় থাকল না মিস ওয়ার্ল্ড-২০২৪’র মুকুট। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। ১৯৫১ সালে শুরুর পর থেকে এবার ছিল এই সুন্দরী প্রতিযোগিতার ৭১ তম আসর।

শনিবার (৯ মার্চ) আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু-বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এ সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।

দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামকরা বলিউড অভিনেত্রীরা।