• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫


প্রকাশিত: ১:১৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

66056বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের তিনমাথার নিরালা ফিলিং স্টেশন এলাকায় আজ বৃহস্পতিবার দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় শহীদুল ইসলাম (৩৮) নামের একজন নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকসহ একাধিক গাড়ি লক্ষ্য করে হামলা চালালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শহীদুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্থেধরী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি পান ব্যাবসায়ী। ট্রাকের চালক আহত পলাশ হোসেনের বাড়ি ঝিনাইদহের শৈলকোপা উপজেলায় এবং পান ব্যবসায়ী মামুনুর রশীদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূরে আলম সিদ্দীকির ভাষ্য, ভোর পৌনে পাঁচটার দিকে বগুড়ার নিরালা ফিলিং স্টেশন এলাকায় দুর্বৃত্তরা গাড়িবহরে পেট্রলবোমা হামলা করে। এতে পানবোঝাই একটি ট্রাকসহ মোট তিনটি গাড়িতে আগুন ধরে যায়। বাকি দুইটি বাস। ট্রাকটি পান নিয়ে ঝিনাইদহের শেখেরহাট থেকে দিনাজপুরের নবাবগঞ্জে যাচ্ছিল। আগুনে ট্রাকের চালক, পান ব্যবসায়ীর গায়ে আগুন ধরে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে শহীদুল মারা যান।