• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫


প্রকাশিত: ৮:০৮ পিএম, ২০ সেপ্টেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

পাষাণ ভেদি
-ফাতেমাতুন নূর

11পাষাণ বেদি ভেদ করে আজ
আয়রে ছুটে,
বীর জনতা একসাথে আয়
সাহস জুটে।।
কত বিপদ গেল আগে
সামনে থেকে,
তবুও ভয় করিনি তো
তোদের রেখে।
যতই তোদের থাক রে অস্ত্র
গোলা ভরা,
তবুও তোরা মোদের কাছে
ঘাটের মরা।।
সূচী বেটির কথা শুনে
করছিস বেশ,
মরণের পর পাবি কি রে
এমন রেষ ??