• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

চামড়া শিল্পকে প্রডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ৩:১১ পিএম, ১ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

স্টাফ রিপোর্টার  :  চামড়া শিল্পকে ২০১৭ এর জন্য ‘প্রোডাক্ট অব দ্যা ইয়ার’ ঘোষনাসহ এ শিল্পকে pmসব ধরনের প্রণোদনা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপি বাণিজ্য মেলার উদ্বোধন ও জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নিজেদের ভাগ্য উন্নয়ন নয়, সাধারণ মানুষেরও ভাগ্য উন্নয়ন করতে হবে। একই সাথে গতানুগতিক না থেকে নতুন নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার সৃষ্টি করতেও ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নতুন বাজার সম্প্রসারনে এফবিসিআইকে একটি গবেষণা সেল তৈরির পরামর্শও দেন তিনি।
উৎপাদনের ক্ষেত্রে পণ্যের মান যেন বিশ্বমানের হয় সে বিষয়ে নজর রাখতে ব্যবসায়ীদের আহবান জানান প্রধানমন্ত্রী।