• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

মুখ খুলছেনা আসলাম চৌধুরী- ফের ৭ দিনের রিমান্ডে


প্রকাশিত: ৬:০৫ পিএম, ৩১ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

aslam rimand-www.jatirkhantha.com.bdসাইফুল বারী মাসুম  :  সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি নেতা আসলাম চৌধুরী মুখ খুলছেন না ।মোসাদের সঙ্গে সে কিভাবে সরকার হটানোর ষড়যন্ত্র  করছিল সে সম্পর্কে তিনি কোন তথ্য দিচ্ছেন না। তথ্য আদায়ে আজ রিমান্ডের জন্য নতুন ভাবে আদালতে নেয়া হলে আসলামকে ৭ দিনের রিমান্ড দেন আদালত।আদালত সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন।রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল সোমবার আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল ডিবি। এ বিষয়ে শুনানির নির্ধারিত দিনে আজ  এ আদেশ দিলেন আদালত।গত বৃহস্পতিবার গুলশান থানায় ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

মামলায় আসলামের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়েছে। সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে।

এরপর গত ১৫ মে পুলিশ আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের জন্য রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত বৃহস্পতিবার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।এর আগে গত ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় হওয়া দুটি নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।এই দুই মামলায় ডিবি আসলামের ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডের আবেদন করেছে। এ বিষয়ে ৬ আগামী জুন শুনানি হবে।