যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত নিহত-পাইলট পানিতে ভাসছিল
নিউইয়র্ক থেকে ইমরান নূর : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির মাঝামাঝি এলাকায় হাডসন নদীতে আরোহীসহ ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন। তবে বিমানে কতজন আরোহী ছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে প্রায় দুই মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে বিধ্বস্ত বিমানটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার।এ ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির মেরিন ইউনিটগুলো।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে পানিতে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।