• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশের জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনরত শিক্ষকরা


প্রকাশিত: ১:০১ পিএম, ১৭ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২২৯ বার

স্টাফ রিপোর্টার  :   এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের 00ওপর জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার সকাল থেকেই এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় তারা সড়ক বন্ধ করে রাস্তায় বসে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টায় শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিতে তাদের ওপর জলকামান দিয়ে পানি ছোড়ে পুলিশ।রাস্তার ওপর থেকে সরে গিয়ে এখন প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।