• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বৃক্ষমানবের সব গাছ কর্তন-সফল অস্ত্রোপচার


প্রকাশিত: ৭:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

সাইফুল বারী মাসুম : বৃক্ষমানবের সব গাছ কর্তন করে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে চিকিৎসকরা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডান brikko manob-www.jatirkhantha.com.bdহাতের কবজির ওপরের দিকে এবং হাতের তালু অংশে অস্ত্রোপচার করা হয়।এর আগে গত শনিবার আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেন।

দুপুর সোয়া ১২টা থেকে ২টা ৩০ পর্যন্ত এই অস্ত্রোপচার হয় আড়াইঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার শেষে আবুল কালাম বলেন, আবুল বাজনদারের ডান হাতের কবজির ওপরের দিকে এবং তালুর অংশে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁদের ধীরে ধীরে এগোতে হচ্ছে।আবুল বাজনদারের ১৩ থেকে ১৫টি অস্ত্রোপচার করতে হবে বলেও জানান তিনি।

গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজনদার। ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল দারিদ্র্যের কারণে এত দিন সুচিকিৎসা পাননি।এখন পর্যন্ত চিকিৎসকদের আশা, আবুল বাজনদার সেরে উঠবেন। আবুল বাজনদারসহ বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।