‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে মানুষ হত্যাকারীদেরও বিচার হবে’
স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই মানুষ খুন করা হয়েছে। অপরাধী হিসেবে যারা সাজা পেয়েছে, সেই সাজা কার্যকর হয়েছে। এসব অপরাধীরা বাংলাদেশে ভোট চুরি করে সংসদ সদস্য হয়েছে কিংবা নির্বাচন করেনি,কিন্তু এদেরকে মন্ত্রী বানানো হয়েছে। তাদের হাতে তুলে ৩০ লক্ষ শহীদের রক্তযুক্ত পতাকা তুলে দেয়া হয়েছে। তাদের বিচার কেন হবে না। তাদের বিচারও হতে হবে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী সরকাররা সাধারণ মানুষের ওপর বিভিন্ন সময়ে অত্যাচার-নির্যাতন করেছে। মানুষ খুন করা বিএনপি-জামায়াতের ধর্ম। আমি দেখি যে, তারা বক্তৃতায় বলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কোনটা মিথ্যা মামলা? প্রমাণ করেন। মামলা মিথ্যা না সত্য সেটা কোর্টে গেলেই বোঝা যাবে। মামলা কনটেস্ট করতে চান না, কোর্টেই যেতে চান না। অনুষ্ঠানে শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।