• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

৯৪ কোটি টাকা লুটপাট-এমপিসহ কমার্স ব্যাংকের এমডিকে রুল জারি


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২৪ নভেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

 

হাইকোর্ট রিপোর্টার : ৯৪ কোটি টাকা লুটপাটের ঘটনায় এমপি শওতক আলী চৌধুরীসহ কমার্স ব্যাংকের এমডিকে রুল kkজারি করেছে হাইকোর্ট। আদালত সূত্র জানায়, অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের দুইটি মামলায় নীলফামারীর-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শওকত আলী চৌধুরীর জামিন কেন বাতিল করা হবে না- এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচার জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত শওকত আলীকে ছয় মাসের জামিন দেয়।৯৪ কোটি অর্থ আত্মসাতের ঘটনায় শওকত আলীসহ বাংলাদেশ কমার্স ব্যাংকের ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এই মামলার আসামি ব্যাংকের এমডি ডা. আসাদুজ্জামান ও ম্যানেজার হাবিবুল গণির জামিন প্রশ্নে রুলের শুনানিকালে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট সারোয়ার হোসেন ভূঁইয়া মামলা পরিচালনা করেন। দুই আসামির পক্ষে ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও অ্যাডভোকেট বাসেত মজুমদার শুনানি করেন।