• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

৯১৯ কোটি পাচারচক্রের নায়ক আজিজ!


প্রকাশিত: ১০:১১ পিএম, ৩০ জানুয়ারী ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

বিশেষ প্রতিনিধি : ৯১৯ কোটি পাচারকারী ক্রিসেন্ট গ্রুপের কাদের পাকরাও হলেও এখনও বহাল তবিয়তে নেপথ্যের নায়ক জাজ মালটিমিডিয়ার আজিজ। তার টিকিটিও স্পর্শ করতে পারেনি গোয়েন্দারা। অভিযোগ রয়েছে এই সেই আজিজ যিনি জানেন কোন দেবতা কোন পাত্রে খুশী হন। তাই তাকে কোন সময় গ্রেফতার হতে হয় না।

আর সে কারণে ৯১৯ কোটি টাকা পাচারের মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। তবে গোয়েন্দারা বলেছেন, শিগগির তারা আরো কয়েকজনকে পাকরাও করবেন। ভুক্তভোগীরা বলছেন, এখন দেখার পালা আজিজ এর কি অবস্থা হয়।আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল থেকে ক্রিসেন্ট গ্রুপের কাদেরকে গ্রেপ্তার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জাতিরকন্ঠ কে এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাতিরকন্ঠ কে জানান, আজ রাজধানীর চকবাজার থানায় রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমেটেডের পক্ষ থেকে প্রায় ৯১৯ কোটি টাকা পাচারের দায়ে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, এমডি এবং জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখার বিভিন্ন কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়। পরে টাকা পাচারের মামলায় বিকেলে কাকরাইল থেকে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অনুসন্ধানে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড কর্তৃক ৪২২ কোটি ৪৬ লাখ টাকা, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড কর্তৃক ৪৮১ কোটি ২৬ লাখ টাকা ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমেটেড কর্তৃক ১৫ কোটি ৮৪ লাখ টাকা পাচার করার তথ্য উদঘাটন করে।