• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

৮৪৮ কলেজে সবাই পাস-সবাই ফেল ২৫ প্রতিষ্ঠানে


প্রকাশিত: ৩:২৯ এএম, ১৯ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

স্টাফ রিপোর্টার   :   চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ 33শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ২৮৫টি কমেছে, সেই সঙ্গে কমেছে কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ৮৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের

মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গত বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫টি। গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ২৫টিতে এসেছে। সেই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে।