‘৭৫’এ ১৫ আগস্ট নাহলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো’
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি ৭৫ এর ১৫ আগস্ট না আসলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামে স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের জানুয়ারি থেকে বিশেষ ভাতা দেয়া হবে।
এ সময় তিনি বলেন, ‘ইউনেস্কো একমাত্র বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা কোন লিখিত বিষয় ছিলো না। এই বক্তব্য তিনি বলেছিলেন সম্পূর্ণ নিজে মৌখিক ভাবে। অন্তর থেকে তিনি এই ভাষণ দিয়েছিলেন। বাঙালি জাতি এবং মুক্তি অর্জনের প্রতি তার অন্তরে যে ভালোবাসা ছিল এবং সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাবার দিক নির্দেশনা সেটাই এই ভাষণে উঠে এসেছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। এই হত্যার পর থেকেই যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল তার পরেই বাংলাদেশ পিছিয়েছে। যদি আমাদের জীবনে ১৫ আগস্টের কাল রাত্রি না আসতো তাহলে এই বাংলাদেশ স্বাধীনতার ১০ বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতো।’