• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

৭২ ঘণ্টা হরতালের শেষদিনে ১০স্পটে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল-কয়েকটি গাড়ি ভাঙচুর


প্রকাশিত: ৭:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

00000 copyস্টাফ রিপোর্টার.ঢাকা:  বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের সঙ্গে ৭২ ঘণ্টা হরতালের শেষদিনে মঙ্গলবার রাজধানীর অন্তত ১০টি স্পটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।এ সময় দলটির নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতার চেষ্টা করে। আর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালিয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত কিংবা আটক হয়নি।
হরতালের সমর্থনে রাজধানীর তেজগাঁও এবং উত্তরায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। সকাল আটটায় মহানগরী কলেজ সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় সরণি এলাকায় মিছিল করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।এ সময় শিবিরকর্মীরা সড়কে অগ্নিসংযোগ করে। আর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। তবে পুলিশ আসার আগেই তারা সরে পড়ে।
প্রায় একই সময়ে মহানগরী উত্তরের অর্থসম্পাদকের নেতৃত্বে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।হরতাল সমর্থনে রাজধানীর ফকিরাপুল নিউ সিআর দত্ত সড়কে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা। ব্যানার ছাড়া পথচলা ১৫/২০ একত্রিত হয়ে হঠাৎ করেই মিছিল শুরু করে। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
রাজধানীর লালবাগ এলাকায় সকাল সাতটার দিকে হরতাল সমর্থনে মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব লালবাগ থানা। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী ছাত্রকল্যাণ ও আইন সম্পাদক তাহসিন আহমেদ।এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবির লালবাগ থানা সভাপতি হিমেল আহমেদ, কামরাঙ্গীচর থানা সভাপতি মোহাম্মদ সিফাত, ইলিয়াস জামিল প্রমুখ।
প্রায় একই সময়ে রাজধানী চকবাজার এলাকায় মিছিল করেছে চকবাজার থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এছাড়া সকাল আটটার দিকে রাজধানীর মালিবাগে মিছিল করেছে রমনা থানা জামায়াতের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- রমনা থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা সুলতান মাহমুদ, শিবির নেতা আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।মিছিলটি মালিবাগ রেল গেইট থেকে শুরু হয়ে চৌধুরী পাড়া এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।