• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

৬ সহকর্মীকে গুলি করে মারলেন সৌদি শিক্ষক


প্রকাশিত: ৯:৪৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

 

1নিউজ ডেস্ক রিপোর্টার : সৌদি আরবের জাযান প্রদেশে অন্তত ৬ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন এক শিক্ষক। কর্মকর্তারা একথা জানিয়েছেন।আল আরাবিয়া টিভি এক ট্যুইটে বৃহস্পতিবার এ হামলা হওয়ার কথা জানিয়েছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছু জানায়নি।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে।হামলার ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলেও জানা গেছে। ঘটনাটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসাবেই দেখছে কর্তৃপক্ষ।

সৌদি আরবে বেপরোয়া গুলি চালিয়ে এমন হত্যাকাণ্ডের ঘটনা বিরল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ইসলামিক স্টেটের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।