• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

৬৯ বছর বয়সে মেয়ের বাবা হলেন রেলমন্ত্রী


প্রকাশিত: ৫:১৬ পিএম, ২৮ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬১৮ বার

স্টাফ রিপোর্টার  :   ৬৯ বছর বয়সে মেয়ের বাবা হলেন রেলমন্ত্রী মন্ত্রী মুজিবুল হক।শনিবার বিকেল rail minister-www.jatirkhantha.com.bd0৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

রেলমন্ত্রীর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, রেলমন্ত্রীর সন্তান সম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯তম জন্মদিনে তার পরিবারে এই নতুন অতিথির আগমনের মধ্যদিয়ে এ দিনটি আরো আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর স্বজন ও সমর্থকরা।