৬০০ বাংলাদেশি অভিবাসী এবার লিবিয়ার উপকূল থেকে উদ্ধার
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : লিবিয়ার কোস্ট গার্ড দেশটির পশ্চিম উপকূলের চারটি অভিবাসী বাহী নৌকা থেকে ৬০০ অভিবাসী উদ্ধার করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়াদের বেশির ভাগ বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম জানিয়েছেন, চারজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি নৌকা ডুবে যাওয়ার পরে এখনো বেশ কিছু শরণার্থী নিখোঁজ রয়েছে।
লিবিয়ার কোস্ট গার্ড অবশ্য উদ্ধার হওয়া শরণার্থী ও নিহতদের নাগরিকতার বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু জানায়নি।
এদিকে পৃথক চার অভিযানে নয়শর বেশি শরণার্থীকে উদ্ধারের কথা জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ। দেশটির কোস্টগার্ড শনিবার সিসিলি প্রণালী থেকে ৩৭৮ জনকে উদ্ধার করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন বাকি ৪২০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে।
তবে ইটালিতে উদ্ধার হওয়া অভিবাসীদের নাগরিকত্ব সম্পর্কে রয়টার্সের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। ২০১৫ সালের শুরু থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসনের এই ঢলকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট বলা হচ্ছে। গত ১৫ মাসে অন্তত ১২ লাখ মানুষ অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক। ভূমধ্যসাগর দিয়ে ইউরোপজুড়ে মাদক ও মানবপাচারের নতুন পথ হিসেবে লিবিয়াকে ব্যবহার করা হচ্ছে বলে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের এক সতর্কবার্তায় বলা হয়েছে।