• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

৬০০ কোটি রুপিতে বাজারমাত করলো বাজরাঙ্গি ভাইজান’, ‘বাহুবালি-‘দৃশ্যাম’


প্রকাশিত: ২:০১ এএম, ৩০ সেপ্টেম্বর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৭৯ বার

3 picture-বিনোদন রিপোর্টার:    চলতি বছর জুনের পর তিন মাসে বলিউডে ১ হাজার কোটি রুপি ব্যবসা হয়েছৈ। এই তিন মাসে ফ্লপ সিনেমার সংখ্যা বেশি হলেও গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি আয় হয়েছে।

বাণিজ্য বিশ্লেষক আকশায় রাঠি বলেন, “এই তিন মাস খুবই ভালো কেটেছে। শুধু তিনটি সিনেমার কারণেই বলিউড আয় করেছে পুরো ৬০০ কোটি রুপি, সেগুলো হল – ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘বাহুবালি’ ও ‘দৃশ্যাম’।”ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়ে বক্স-অফিসে এখনও টক্কর দিয়ে ব্যবসা করছে ‘বাজরাঙ্গি ভাইজান’ ও ‘বাহুবালি’। ভারতের অভ্যন্তরীণ বাজারে একের পর এক রেকর্ড করার পাশাপাশি বিশ্বব্যাপীও বেশ ভালো রেকর্ড আয় করেছে সিনেমা দুটি।

অপরদিকে তার কিছুদিন পরই মুক্তি পেয়ে দর্শক মাতিয়েছে অজয় দেবগন-টাবুর ‘দৃশ্যাম’। ৬৮ কোটি ৬৪ লাখ রুপি আয় করে সিনেমাটি।বিশ্লেষক অতুল মোহানের মতে, এই তিনটি সিনেমার আয় ফ্লপ সিনেমাগুলোর ক্ষতি পুষিয়ে দিয়েছে ভালভাবেই।এছাড়া অন্য সময়ের তুলনায় কমেডি ধাঁচের সিনেমাগুলোও ভাল ব্যবসা করেছে। জন আব্রাহামের ‘ওয়েলকাম ব্যাক’ ও কাপিল শর্মার ‘কিস কিসকো প্যায়ার কারু’র বক্স-অফিসে অপ্রত্যাশিত সাফল্য পাচ্ছে।