• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

৫০? আমি তো আজ ২৫ পূর্ণ করলাম!


প্রকাশিত: ৬:২২ পিএম, ২ নভেম্বর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৫২ বার

ssss-2ri বিনোদন প্রতিবেদক:   ক্যালেন্ডার বলছে বলিউড বাদশা আজ ৫০ পূর্ণ করলেন। কিন্তু তাতে কী? শাহরুখ নিজে মনে করছেন আজ তিনি সদ্য ২৫ পেরোলেন। গত রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই টুইট করলেন বার্থডে বয় বাদশা। লিখেছেন, ‘‘আজ পঞ্চাশ পূর্ণ হতেই মনে হচ্ছে আবার ২৫ হয়ে গেলাম।’’

এর পর টুইটারের পাতা ভরে যায় শুভেচ্ছা বার্তায়। শাহরুখও ভরিয়ে দেন ধন্যবাদ টুইটে। বান্দ্রায় তাঁরা বাংলো মন্নতের সামনে তখন তিল ধারণের জায়গা নেই। বারান্দায় এসে পরিচিত ভঙ্গিমায় ভক্srk-heroines---3তদের উদ্দেশে হাত নাড়লেন বাদশা। সঙ্গে স্ত্রী গৌরী।

এ দিন টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান আমিরও।আর জন্মদিনে শাহরুখ কী দিলেন ফ্যানদের? টুইটারেই মু্ক্তি পেল শাহরুখের আগামী ছবি ফ্যানের প্রথম টিজার। এটাই ভক্তদের তাঁর রিটার্ন বার্থডে গিফট।