• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

৪০ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে সরকার : অর্থমন্ত্রী


প্রকাশিত: ১১:১৮ পিএম, ১৫ ডিসেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

muhit-www-jatirkhantha-com-bd
স্টাফ রিপোর্টার  :  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা সভরেন বন্ড ছাড়বে সরকার।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এ বন্ড ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেন।

পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ৩২.৫ বিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে। এই রিজার্ভ  থেকে এ বন্ড ছাড়া হবে। তিনি বলেন, এ বন্ডের সুদের হার  কিছুটা বেশি হবে। রিজার্ভের অর্থ ফেলে না রেখে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।