• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

৪০০ ফুটের বেশি ভেতরে পাইপে-শিশু জিহাদকে উদ্ধারে চলছে রূদ্ধশ্বাস অভিযান


প্রকাশিত: ২:০৪ এএম, ২৭ ডিসেম্বর ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৭ বার

jihad----

স্টাফ রিপোর্টার.ঢাকা: ৪০০ ফুটের বেশি ভেতরে পাইপে- শিশু জিহাদকে উদ্ধারে চলছে রূদ্ধশ্বাস অভিযান। রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের  গভীর একটি পাইপের ভেতরে জিয়াদ নামে চার বছরের এক শিশু পড়ে গেছে। তবে shushuবেসরকারি টেলিভিশনগুলোতে বলা হচ্ছে পানির পাম্পটি ৪০০ ফুটের বেশি গভীর।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি পাইপের ভেতরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও গত রাত ১টা পর্যন্ত তাঁরা সফল হতে পারেননি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, পাইপটির ব্যাস এক ফুট। তাই শিশু জায়েদকে উদ্ধারের জন্য বড় কাউকে পাইপ দিয়ে নিচে নামানো যাচ্ছে না। এরই মধ্যে পাইপে রশির সাহায্যে শিশুটিকে জুস দেওয়া হয়েছে। অন্ধকারে যাতে ভয় না পায়, সে জন্য দুটি টর্চলাইট পাঠানো হয়েছে। পাইপ তুলে ছোট এই শিশুটিকে উদ্ধারের চেষ্টা তারা করেছন।

-shushu-1ফায়ার সার্ভিস কর্মীদের দাবি, শিশুটি সাড়া দিয়েছে এবং তাঁদের পাঠানো জিনিস পেয়েছেও।
সরেজমিনে দেখা যায়, মাটির সমতলে থাকা পাইপের মুখটি খোলা। ওই খোলা স্থান দিয়ে জিয়াদ নিচে পড়েছে। ঘটনাস্থল থেকে তার বাসার দূরত্ব ৫০ গজের মতো। বাসা থেকে জিয়াদ অন্য শিশুদের সঙ্গে সেখানে খেলতে গিয়েছিল। শিশুটি তার মা-বাবার সঙ্গে রেলওয়ে কলোনিতে থাকে। তার বাবা নাসিরউদ্দিন মতিঝিল মডেল স্কুলের দারোয়ান। রাতে কলোনির এক কক্ষের বাসায় গিয়ে দেখা যায়, মা খাদিজা বেগম খাটের ওপর পড়ে বিলাপ করছেন। ‘শীতে পোলাডা আমার কষ্ট পাইতাছে। ও কি ফিরে আইব’-এর বাইরে তেমন কিছুই বলতে পারছেন না তিনি। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশী ও স্বজনেরাও এ সময় কাঁদছিলেন।
ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ জড়ো হয়েছে। সবাই সেই গর্তের কাছেই ভিড় করে আছে। পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। কিন্তু ঘটনাস্থলটিকে রশি বা কিছু দিয়ে ঘেরাও করে কাজের জায়গাটি ফাঁকা রাখার কোনো চেষ্টা দেখা গেল না। রাত ১ টার দিকে জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম শুধু বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।