৪০০ কোটি ডলার বিনিয়োগে বাংলাদেশে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বানাবে চীন
কূটনৈতিক প্রতিবেদক.ঢাকা: বাংলাদেশে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বানাবে চীন। এতে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে দেশটি।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্যাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘উদীয়মান চীনা অর্থনীতি: বাংলাদেশের জন্য সম্ভবনা’ সেমিনারে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াংতিনি বলেন, ‘বাংলাদেশে চীনের উদ্যোগে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। সেখানে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ হবে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে দুই থেকে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান হবে।’
তিনি জানান, চীন বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসাপদ্ধতি আরও সহজ করার চিন্তা করছে। কোনো কোনো ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের জন্যও ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।মা সিং চিয়াং আরও বলেন, ‘গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ সরকার আগ্রহী হলে বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন।’
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) গঠন সম্পর্কে তিনি বলেন, ‘এশিয়ার দেশগুলোর অবকাঠামো উন্নয়নে এআইআইবি গড়ে তোলা হয়েছে। এটি বিশ্বব্যাংক বা অন্য কোনো ব্যাংকের বিকল্প নয়। আর এই ব্যাংকটির উদ্যোক্তা শুধু চীন নয়, বেশ কয়েকটি দেশ একযোগেই ব্যাংকটি গড়ে তুলেছে।’ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কোনো ভ্রমণ সতর্কতা জারির পরিকল্পনা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের এ ধরনের পরিকল্পনা নেই।
এ সময় ইতালির নাগরিক হত্যাকে সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেন তিনি। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিআইআইএসএসের চেয়ারম্যান মুন্সী ফায়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও পাকিস্তানের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ।