• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

৩ দাবি পূরণের আশ্বাস-সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন


প্রকাশিত: ৯:৫৮ পিএম, ৪ নভেম্বর ২৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

 

 

 

স্টাফ রিপোর্টার : দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে টেলিফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক পোস্টে সোহেল তাজ একথা জানিয়ে বলেছেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়।

সোহেল তাজ দীর্ঘদিন ধরে জাতীয় চার নেতাকে হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিসহ ৩ দফা দাবি জানিয়ে আসছেন। তার সেই দাবি পূরণে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন সোহেল তাজ।

এই তিন দাবিতে রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার কথা ছিল সোহেল তাজের। তবে ওই পদযাত্রা শুরুর আগেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সোহেল তাজের স্মারকলিপি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়।

‘৩ দফা দাবি আপডেট’ শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে, তিনি পদক্ষেপ নিবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে।’

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।

এই কলঙ্কিত দিনকে রাষ্ট্রীয়ভাবে পালন, ১০ এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সব ব্যক্তির অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি ছিল সোহেল তাজের।