• শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫

৩ দশকে সেরা ইলিশ ধরা পড়েছে ভোলার মনপুরায়


প্রকাশিত: ১২:৩৪ এএম, ১১ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৩০ বার

ভোলা প্রতিনিধি :    গত ৩ দশকের মধ্য সেরা বড় ইলিশ ধরা পড়েছে ভোলার মনপুরায়।বুধবার 22বিকেলে মেঘনা নদীতে ধরা পড়া এই ইলিশটির ওজন সাড়ে তিন কেজি। এর দাম ওঠে ১২ হাজার ২০০ টাকা। ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজে এটাই এ যাবতকালের সেরা বড় সাইজের ইলিশ।

মনপুরার স্থানীয় ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, মেঘনা নদীতে আজ বুধবার বিকেলে উপজেলার রামনেওয়াজ এলাকার বাসিন্দা আক্তার হোসেন মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। রামনেওয়াজ ঘাটে ইলিশটির দাম ওঠে ১২ হাজার ২০০ টাকা।

সফিকুল ইসলাম নামের ৭৬ বছর বয়সী এক জেলে বলেন, ‘‌তিরিশ বছর মাছ দোইচ্ছি। এ্যন মাছ জালে আইয়েওনো, দেইইনো।’ভোলা জেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আশির দশকে আড়াই থেকে তিন কেজি ওজনের ইলিশ মাছ মাঝেমধ্যেই পাওয়া যেত।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুর রহমান সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে এত বড় ইলিশ মাছ পাওয়া বা দেখা যায়নি।