• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

৩০ লাখ টাকাসহ সপরিবারে নব্য জেএমবি’র মূল অর্থদাতা পাকরাও


প্রকাশিত: ১০:১০ পিএম, ৮ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৮৪ বার

 

আশুলিয়া প্রতিনিধি : ৩০ লাখ টাকাসহ সপরিবারে নব্য জেএমবি’র মূল অর্থদাতা পাকরাও হয়েছে। আশুলিয়ায় র‌্যাবের 23অভিযানে জেএমবির সকল নাশকতার মূল অর্থদাতা আব্দুর রহমান আহত অবস্থায় পরিবারসহ আটক হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে র‌্যাব-৪ এর একটি দল বসুন্ধরা মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু করে।এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের ইনচার্জ অনুমং।মুফতি মাহমুদ খান জানান, আশুলিয়ার এ অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকা, একটি অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল জ্যামার, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।