২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান নিখোঁজ
ডেস্ক রিপোর্টার : ২৯ জন আরোহী নিয়ে ভারতের বিমান বাহিনীর (আইএএফ) একটি বিমান নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে এএন-৩২ মডেলের বিমানটি চেন্নাই থেকে যাত্রা করেছিল। এনডিটিভি’র খবর।
খবরে প্রকাশ, চেন্নাইয়ের কাছে তাম্বারাম বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল ৮টার পরে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে যাত্রা করে বিমানটি। বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিমানটির গন্তব্যে অবতরণের কথা ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, উড্ডয়নের ১৫ মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমানটির আরোহীদের অধিকাংশই বিমান বাহিনীর সদস্য বলে জানা গেছে।বিমানটির খোঁজে ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী এবং উপকূলরক্ষীরা অনুসন্ধান চালাচ্ছেন।