• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা-ইহুদিদের পক্ষে জামায়াত বিএনপি: তথ্যমন্ত্রী


প্রকাশিত: ১:০৬ এএম, ২০ অক্টোবর ২৩ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৫ বার


স্টাফ রিপোর্টার : সরকারের নয়, আগামী ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ‘মেধাবৃত্তি ও সংবর্ধনা ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘পল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে, ২৮ অক্টোবর মহাসমাবেশ করবেন। মহাসমাবেশ থেকে সরকারের পতনযাত্রা শুরু হবে। মানুষ হাস্যরস করে বলে যে, ২৮ তারিখ (আগামী) নাকি আগামী বছরের ২৮ তারিখ, নাকি তার পরের বছরের ২৮ তারিখ।’

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল নাকি আজও ২৮ অক্টোবরের আগেই সরকারের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বিএনপি কিছুদিন আগে বলেছিল, অক্টোবর মাসে ফাইনাল খেলা শুরু হবে। আমরা আশা করেছিলাম, অক্টোবর মাসের শুরু থেকে তারা ফাইনাল খেলার দিন-তারিখ ঘোষণা করবে। তারপর বলল, পূজার পর। এখন বলছে ২৮ অক্টোবর। খুব সম্ভবত তারা নির্বাচনের পর ২৮ অক্টোবরের আন্দোলন শুরু করবে। কারণ, গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে, বিএনপির কর্মীরা ছাড়া জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’

ফিলিস্তিন ইস্যুতে বিএনপি একটি কথাও বলেনি দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা চালিয়ে ৫০০-এর অধিক মানুষ হত্যা করেছে দখলদার ইসরায়েল। শত শত শিশু মারা গেছে। তাদের কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। সমস্ত পৃথিবী প্রতিবাদ করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল (বুধবার) প্রতিবাদ জানিয়েছেন। এর আগেও জানিয়েছেন। আমি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে প্রথম থেকে এ হত্যাকাণ্ডেরপ্রতিবাদ জানিয়ে আসছি।’

তিনি বলেন, ‘সমস্ত পৃথিবী প্রতিবাদ জানিয়েছে কিন্তু বিএনপি একটি কথাও বলেনি। তার মানে, তারা শুধু বেগম জিয়ার স্বাস্থ্য, খালেদা জিয়ার শাস্তি এবং তারেক রহমানের শাস্তি নিয়ে ব্যস্ত। আজ পুরো পৃথিবী এটা নিয়ে কথা বলছে কিন্তু বিষয়টা তাদের কানে পৌঁছায় না। এটা আশ্চর্যজনক, দুঃখজনক। প্রতিবাদ না জানিয়ে বিএনপি বর্বরতার পক্ষ নিয়েছে। শিশুহত্যার পক্ষে অবস্থান নিয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আজ এভাবে নিশ্চুপ থেকে বিএনপি কি ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে? বিএনপির সঙ্গে জামায়াতও নিশ্চুপ। জামায়াত স্লোগান দেয় যে, আল্লার আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসলে তারা ধর্মকে ব্যবহার করে মানুষের কোমল হৃদয়ে আঘাত আনার জন্য ক্ষমতায় যেতে ব্যস্ত। তারা ধর্মব্যবসায়ী। তাদের নীরবতা ইহুদি ও ইসরায়েলের সমর্থন দেওয়ার শামিল’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসি সভাপতি মামুন ফরাজী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ও ডিএসইসি সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।