• মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫

২৫ হাজার ত্রাণের ব্যবস্থা করলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান


প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৪ আগস্ট ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৪৪ বার

 

স্টাফ রিপোর্টার : বন্যা দুর্গতদের পাশে ছাত্র-শিক্ষকদের সহায়তায় এবার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান ইতিমধ্যে ২৫ হাজার ত্রাণের ব্যবস্থা করেছেন। সংস্থাটি জানায়, এই ত্রান সাহায্য অব্যাহত থাকবে। বসুন্ধরা গ্রুপের একাধিক টিম বর্তমানে দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় ত্রান তৎপরতা শুরু করেছে।

https://www.youtube.com/watch?v=IQO-JO3SLoM

গতকাল সরেজমিনে এ তৎপরতা প্রত্যক্ষ করা গেছে। দেশের ৭৭ উপজেলা বন্যায় প্লাবিত এবং ৫৮৭টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।এসব ক্ষতিগ্রস্থ বন্যাকবলিত এলাকার মানুষকে ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার ব্যবস্তাও করেছেন বসুন্ধরা চেয়ারম্যান। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবার জন্য একাধিক মেডিকেল টিম চালু করেছে বসুন্ধরা গ্রুপ।