• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

২২ নম্বর ভাইস চেয়ারম্যান-মি. ফালু’র গোস্বা?


প্রকাশিত: ৯:৫৪ এএম, ৭ আগস্ট ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭২ বার

22এস রহমান   :   ছিলেন উপদেষ্ঠা অতঃপর ২২ নম্বর  ভাইস চেয়ারম্যান-মি. ফালু’র গোস্বা? খালেদা জিয়া ও তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিতি ছিল মোসাদ্দেক আলী।বিএনপির নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদ পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় মোসাদ্দেক আলীর পদত্যাগের ঘটনা বিস্ময় সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে মোসাদ্দেক আলীর ‘কৌশল’ ধরে নিয়ে বলছেন পদত্যাগটা বিস্ময়কর এটা নিয়ে গভীর সংশয়’ও রয়েছে।
Khaleda_Falu_www.jatirkhantha.com.bd
মি. আলীর মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টাল এনটিভি অনলাইনে ছোট করে তার পদত্যাগের খবরটি উল্লেখ করা হলেও কোন কারণ ব্যাখ্যা করা হয়নি। কাউন্সিল অনুষ্ঠিত হবার প্রায় সাড়ে চার মাস পর শনিবার ৫ শতাধিক সদস্য বিশিষ্ট বিএনপির নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরই ভাইস চেয়ারম্যানদের পদাধিকার।
নতুন কমিটিতে মোট ৩৫ জন ভাইস চেয়ারম্যান রয়েছেন, যার মধ্যে মি. আলী ছিলেন ২২ নম্বরে।
khalada-falu--www.jatirkhantha.com.bd
তার পদত্যাগে বিস্ময় প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক আমানুল্লাহ কবির বলেন, মোসাদ্দেক আলী খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত। তার পদত্যাগ নিঃসন্দেহে সবাইকে বিস্মিত করেছে। মি. আলী এর আগে খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হন ব্যবসায়ী মি. আলী। এখান থেকেই জাতীয় রাজনীতিতে তার উত্থান পরিলক্ষিত হয়।

পরবর্তীতে তার মালিকানায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির আত্মপ্রকাশ এবং ঢাকার একটি সংসদীয় আসন শূন্য হলে সেটির উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

ওই সময়ে এবং পরবর্তীকে মোসাদ্দেক আলী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিগণিত হয়েছেন।

গণমাধ্যম ব্যবসায়ী হিসেবে এরই মধ্যে মি. আলী অত্যন্ত শক্ত অবস্থানে পৌঁছেছেন। বাংলাদেশে ‘অ্যাটকো’ নামে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের যে সংগঠনটি রয়েছে, মোসাদ্দেক আলী সেটির সভাপতি।

জানা যাচ্ছে চিকিৎসার জন্য মি. আলী এখন থাইল্যান্ডে অবস্থান করছেন এবং লোক মারফৎ তিনি তার পদত্যাগ পত্রটি পাঠিয়ে দিয়েছেন।নতুন কমিটির একজন সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমানও কমিটিতে থাকতে অনীহা প্রকাশ করেছেন বলে খবরে জানা যাচ্ছে।