• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

২০ জানুয়ারী ভারতের বিরুদ্ধে- জুনিয়র টাইগারদের বিশ্বকাপ লড়াই


প্রকাশিত: ৯:১৮ পিএম, ২ জানুয়ারী ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

স্পোর্টস রিপোর্টার : আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে যুব বিশ্বকাপের এবারের আসর। ২০ জানুয়ারী ভারতের বিরুদ্ধে প্রথম খেলা খেলবে জুনিয়র টাইগাররা। এবার আসন্ন যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রাজধানীর মিরপুরে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেন যুবাদের নির্বাচক হান্নান সরকার।

কোনো পরিবর্তন ছাড়াই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটিই যাচ্ছে যুব বিশ্বকাপে। তবে স্ট্যান্ডবাই হিসেবে দলে আছেন পাঁচ ক্রিকেটার। এর আগে গত মাসে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।যুব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

২০ জানুয়ারি ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর দু’দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি যুবা টাইগাররা লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।