• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

২০১৮ বিশ্বকাপ জয় করতে হবে তোমাকেই মেসি-রাষ্ট্রপতি ম্যারাডোনাসহ কোটি দর্শকের আকুতি


প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৮ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

 

স্পোর্টস রিপোর্টার : তোমাকে এখনও ভীষণ প্রয়োজন। তুমি ছাড়া আর্জেন্টিনা দল ছন্নছাড়া। ২০১৮ lionelmessidiegomaradona-www.jatirkhantha.com.bdসালে রাশিয়া জয় করতে হবে তোমাকে। তুমি চলে যেওনা মেসি।অনুরোধ নয় এ যেন আকুতি। আহ্বান নয় এ যেন আর্তনাদ। অবসরের ঘোষণার পরে আর্জেন্টিনার লা ন্যাসিওনকে মিডিয়ার মাধ্যমে এভাবেই মেসির কাছে আর আকুতি তুলে ধরেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।

তিনি লা ন্যাসিওনকে বলেন, মেসিকে আর্জেন্টিনা দলে থাকতেই হবে। তাকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ খেলতে হবে। সেখানে সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে।তবে তিনি বলেন, এ জন্য মেসিকে বেশি নির্ভর করতে হবে আর্জেন্টিনা দলকে সত্যিই এগিয়ে নিতে চায় এমন কিছু খেলোয়াড়ের ওপর।

mesi m-www.jatirkhantrha.com.bdটানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠলেও তাকে সাফল্য হিসেবে মানতে নারাজ ম্যারাডোনা।তিনি মনে করেন, সামর্থ্য থাকার পরও আর্জেন্টিনা কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার আসল কারণ দেশটির ক্ষমতালোভী ফুটবল প্রশাসকেরা।

তার ভাষায়, আর্জেন্টিনার ফুটবলে যা ঘটে চলেছে, তাতে আমি সত্যিই খুবই ব্যথিত আর ক্ষুব্ধ। আমরা একেবারে তলানিতে পৌঁছে গেছি।

এদিকে ম্যারোডনা ছাড়াও দেশটির লাখো ভক্ত মেসিকে ফিরে আসার আহ্বান জানিয়েছে। রাস্তায় রাস্তায় তারা মেসির ফিরে আসারMesi-3-www.jatirkhantha.com.bd বিষয়ে স্লোগান দিচ্ছে। প্লাকার্ডে লেখা , চলে যেওনা মেসি, ফিরে আসো।

শুধু আর্জেন্টিনার সমর্থকেরা নন, মেসির কাছে সরাসরি ফোন গেছে আর্জেন্টিনার প্রেসিডেন্টেরও। মাউরিসিও মাক্রি মেসির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। অনুরোধ জানিয়েছেন, এখনই হুট করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।মেসির কাছে আকুতি জানিয়েছেন তিনি, মেসিকে আর্জেন্টিনার ভীষণ প্রয়োজন।