• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

১৮ বছরের সিনিয়র নায়িকা প্রেমে টলমল অনস্ক্রিন হাজবেন্ডের সঙ্গে


প্রকাশিত: ৩:৩৬ পিএম, ১৫ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

মিরা নায়ার কলাকাতা   :   বালিকা বধূর সেই ছোট্ট আনন্দীকে মনে আছে নিশ্চয়ই। পর্দার সেই anondi ovika-www.jatirkhantha.com.bdপুঁচকি আনন্দী অভিকা গোর এখন সুপারহিট সাস-বহু ডেলি সোপ ‘শশুরাল সিমর কা’-র রোলি। সদ্য ১৮-এ পা দেওয়া অভিকার জনপ্রিয়তা এখনও একই রকম ইনট্যাক্ট। এর মধ্যেই গুঞ্জন। অভিকা নাকি ডেট করছেন! কিন্তু পাত্রটি কে? হাওয়ায় অবশ্য বেশ কয়েক দিন ধরেই একটা খবর ভাসছিল। অনস্ক্রিন হাজব্যান্ড মণীশ রাইসানঘানের (পর্দার সিদ্ধার্থ) সঙ্গে নাকি অভিকার সম্পর্কটা জাস্ট ফ্রেন্ডের চৌকাঠটা কয়েক দিন আগেই টপকেছে।

বছর ৩৬-এর মণীশ অবশ্য প্রথম প্রথম এত ছোট একজনের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতে কুণ্ঠা বোধ করতেন। কিন্তু আস্তে আস্তে সেই সব সংকোচই অতীতের গর্ভে। পর্দার এই হিট জুটিকে এখন সব জায়গাতেই এক সঙ্গে দেখা যাচ্ছে। মণীশ নাকি অভিকার ব্যাপারে বেশ প্রটেকটিভও। দু’জনের কমন ইন্টারেস্টের সংখ্যাও বহু।