• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

১৭ বছর জেল খেটে বাবার খুনী ওল্টু বাহিনী এবার খুন করলো ছেলেকে


প্রকাশিত: ৫:৪৮ পিএম, ৬ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

আলমডাঙ্গা প্রতিনিধি  :  ১৭ বছর জেল খেটে বাবার খুনী ওল্টু বাহিনী এবার খুন করলো ছেলেকে। 1হরিণাকুন্ডু উপজেলা শহরে নজরুল ইসলাম (৪১) নামে এক ক্লিনিক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সস্ত্রাসীরা।

আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে সাইভাঙ্গা মাঠে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়। নজরুল ইসলামের বাবার নাম মৃত লুৎফর রহমান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামে তাদের বাড়ি। তার বাবা সাবেক চেয়ারম্যান ছিলেন। গত ২০ বছর আগে তার বাবা লুৎফর রহমানকে সন্ত্রাসীরা নিজ বাড়িতে প্রকাশ্যে দিবাকে গুলি ও গলাকেটে হত্যা করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আজ দুপুরে ক্লিনিক মালিক নজরুল ইসলাম তিওরবিলা গ্রামে তার বাড়িতে দুপুরের খাবার খেতে আসেন। এরপর তিনি খাবার শেষে মোটরসাইকেল যোগে হরিণাকুন্ডু শহরে যাচ্ছিলেন। তিনি তিওরবিলা গ্রামের সাইভাঙ্গা মাঠের কাছে যাওয়ার পর আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এরপর প্রথমে তাকে গুলি ও পরে গলাকেটে হত্যা করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যান।

সুত্র জানায়, স্থানীয় খাসকররা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত নজরুল নৌকার সমর্থক মুস্তাফিজুর রহমান রুনুর পক্ষে প্রচারনা চালিয়েছেন। নির্বাচনে মুস্তাফিজুর রহমান জয়লাভ করেন। এ কারণে তার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী লাল মিয়া নাখোশ ছিলেন। একারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গত প্রায় ২০ বছর আগে নজরুল ইসলামের বাবা সাবেক চেয়ারমান লুৎফর রহমানকেও একই কায়দায় হত্যা করেছে সন্ত্রাসীরা। চেয়ারম্যান লুৎফর রহমান হত্যা মামলায় ১৭ বছর সাজা খেটে তিওরবিলা গ্রামের ঝড়– মন্ডলের ছেলে স্থানীয় ওল্টু বাহিনীর প্রধান ওল্টু জেল থেকে বের হন। এরপর ওল্টু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার পক্ষে প্রচারণা চালিয়েছে। একারণেই তাদের মধ্যে পূর্ব শত্রুতার এই ক্লিনিক মালিককে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।

অপরদিকে গত ১৫ বছর আগে দায়ের করা একটি অপহরণ মামলায় আত্মসমর্পন করে জেলে যান নিহত নজরুল। দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পেয়ে নৌকার পক্ষে কাজ করেন। পুলিশের ধারণা তারা বাবার হত্যাকারীরাই তাকে হত্যা করেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জাতিরকন্ঠকে জানান, ঘটনাস্থল থানা থেকে অনেক দুরে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।