• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

১৭১৭ অনলাইন পত্রিকার নিবন্ধনের আবেদন


প্রকাশিত: ১:৫৭ পিএম, ২৬ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

 

সংসদ রিপোর্টার : তথ্য অধিদফতর বরাবর নিবন্ধনের জন্য এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা Parliament-inu-www.jatirkhantha.com.bdআবেদন করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।রবিবার দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ ইলিয়াছের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ৪১টি। অনুমোদিত এফ এম বেতার ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিও ৩২টি এবং দৈনিক পত্রিকা এক হাজার ৮৬টি। তবে অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে লিপিবদ্ধ নাই।

অনলাইন পত্রিকা, রেডিও, টিভি চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের আবেদন করেছে বলে জানান তিনি।

নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে এক হাজার ৮৬টি দৈনিক পত্রিকা রয়েছে। এর মধ্যে চারটি জেলার একটি করে পত্রিকা রয়েছে। লালমনিরহাটে কোনো দৈনিক পত্রিকা নেই। সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা রয়েছে ঢাকা জেলায় (৪০২টি)।

মন্ত্রীর দেওয়া তথ্য অনযায়ী জেলাওয়ারি পত্রিকার সংখ্যা হল- ঢাকায় ৪০২টি, গাজীপুরে ৮টি, মানিকগঞ্জে ৬টি, মুন্সিগঞ্জে ১টি, নরসিংদীতে ৭টি, ময়মনসিংহে ৩টি, কিশোরগঞ্জে ৯টি, নেত্রকোনায় ৪টি, জামালপুরে ১৫টি, শেরপুরে ১টি, টাঙ্গাইলে ১২টি, ফরিদপুরে ১৮টি, গোপালগঞ্জে ১৪টি, মাদারীপুরে ৬টি, রাজবাড়ীতে ৪টি, শরীয়তপুরে ৭টি, রাজশাহীতে ১৭টি, নওগাঁয় ২টি, চাঁপাইনবাবগঞ্জে ৫টি, নাটোরে ৯টি, পাবনায় ১৮টি, সিরাজগঞ্জে ১৪টি, বগুড়ায় ১৬টি, জয়পুরহাটে ১টি, দিনাজপুরে ১৫টি, ঠাকুরগাঁওয়ে ২টি, পঞ্চগড়ে-১টি, রংপুরে ১৩টি, গাইবান্ধায় ৮টি, কুড়িগ্রামে ৭টি, নীলফামারীতে ৬টি, চট্টগ্রামে ৩৫টি, কক্সবাজারে ২৪টি, রাঙ্গামাটিতে ৫টি, বান্দরবানে ৫টি, খাগড়াছড়িতে ৩টি, কুমিল্লায় ১৭টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭টি, চাঁদপুরে ১৭টি, নোয়াখালীতে ২৩টি, ফেনীতে ২৩টি, লক্ষ্মীপুরে ১৯টি, সিলেটে ২৮টি, হবিগঞ্জে ১৮টি, মৌলভীবাজারে ৩টি, সুনামগঞ্জে ৭টি, খুলনায় ২০টি, বাগেরহাটে ৩টি, সাতক্ষীরায় ১০টি, যশোরে ১৭টি, ঝিনাইদহে ৪টি, মাগুরায় ২টি, নড়াইলে ১টি, কুষ্টিয়ায় ৩১টি, চুয়াডাঙ্গায় ১০টি, মেহেরপুরে ২টি, বরিশালে ২১টি, ভোলায় ৫টি, ঝালকাঠিতে ৫টি, পিরোজপুরে ৪টি, পটুয়াখালীতে ৭টি এবং বরগুনায় ৫টি।