১৫ লাখ মানুষ বন্যা কবলিত: ত্রাণমন্ত্রী মায়া
স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের ১৬ জেলার তিন লাখ ৯৩ হাজার পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে। সরকার সাধ্যমতো তাদের ত্রাণ সহায়তা দিচ্ছে।
শনিবার রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বন্যাকবলিত লোকজনকে এ পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা ও সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ৭০টি মেডিকেল টিম কাজ করছে।
তিনি আরো জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদারকি দল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকার প্রশাসনকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশের বিত্তবানদের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি।