১৫ নারীকে সম্মাননা দিলো প্রাইড – জাতিরকন্ঠ/www.jatirkhantha.com.bd
  • মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

১৫ নারীকে সম্মাননা দিলো প্রাইড


প্রকাশিত: ২:১৫ পিএম, ২৩ জানুয়ারী ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

স্টাফ রিপোর্টার ;  বিভিন্ন খাতে অবদান রাখায় বাংলাদেশের ১৫ নারীকে সম্মাননা দিয়েছে দেশীয় ppppপোশাক শিল্প প্রতিষ্ঠান প্রাইড লিমিটেড। সম্প্রতি রাজধানীর রেডিসন হোটেলে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ সদস্য ড. দীপু মনি, অনন্যা ম্যাগাজিনের চিফ এডিটর তাসমিমা হোসেন, প্রাইড গ্রুপের পরিচালক মোহাম্মদ আব্দুল মোয়ীদ, ড. মোহাম্মদ আব্দুল মোয়ীন ও মোহাম্মদ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্রান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

সম্মাননা পাওয়া নারীরা হলেন- এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী, মাইক্রোসফট বাংলাদেশের এমডি সোনিয়া বশির কবির, চিকিৎসক ড. সানিয়া আহসান, সাংস্কৃতিক কর্মী সাদাফ সায সিদ্দিকী, গলফ খেলোয়াড় তাহমিনা রাহমান, ব্যাক ব্যাংকের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কমিউনিকেশন জারা জাবীন মাহবুব, ফ্রেন্ডশিপ এনজিও’র উদ্যোক্তা রুনা খান, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং আর্ট অর্গেনাইজার ঈশিতা আজাদ, স্যার জন উয়িলসন স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা শহীদ, অভিনেত্রী মিতা চৌধুরী, সানবিম স্কুলের শিক্ষক মুনিজ মঞ্জুর, সাদমানী আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সাদমানি, সেলিব্রেটি শেফ নাহিদ ওসমান, ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালীব প্রিমা এবং লিলি এপারেল লিমিটেডের এমডি সাবরিনা ইসলাম।