• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

১২ মামলা জর্জরিত দিনভর ব্যাতিব্যস্ত খালেদা জিয়া


প্রকাশিত: ৮:৩৭ পিএম, ১০ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

কোর্ট রিপোর্টার  :  বুধবার ১২ মামলা দিনভর ব্যাতিব্যস্ত ছিলেন খালেদা জিয়া। রাজধানীর দারুস khalada-www.jatirkhantha.com.bdসালাম থানার নাশকতার আট মামলায় ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছে আদালত। এসব মামলায় শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লার আদালত এ জামিন মঞ্জুর করে।

এদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতকির্ত অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। মামলাটিতে আজ অভিযোগ আমলে নেয়ার বিষয়ে এবং খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন ধার্য ছিল।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে অভিযোগ আমলে নেন। তবে এ মামলায় পূর্বশর্তে জামিন পেয়েছেন খালেদা জিয়া।
বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান তিনি। এরপরই ঢোকেন এজলাস কক্ষে। এর আগেই ১২ মামলায়ই বিভিন্ন আদালতে খালেদা জিয়ার হাজিরা দাখিল করেন তার আইনজীবীরা।

৯ মামলার শুনানি শেষ হলে খালেদা জিয়া হাজিরা দেবেন বিশেষ জজ-২ হোসনে আরা বেগমের আদালতে। সেখানে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি হবে। এরপর বিশেষ জজ-৯ আমিরুল ইসলাম মোল্লার আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় নিয়মিত হাজিরা দেবেন তিনি।

সবশেষে দারুল সালাম থানার নাশকতার ৪(৩)১৫ নম্বর মামলায় ঢাকার সিএমএম আদালতে জামিন চাওয়া হবে। সেটিতে আত্মসমর্পণ করে জামিনের আবেদনের শুনানি শেষ হলে বাসায় ফিরবেন বিএনপি প্রধান। এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে রওয়ান‍া দেন বিএনপি প্রধান।