• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

১২০০ এটিএম কার্ডের তথ্য সংঘবদ্ধ জালিয়াতদের হাতে


প্রকাশিত: ৫:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

 

atm card-www.jatirkhantha.com.bdশফিক রহমান: ১২০০ কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে এটিএম জালিয়াতি চক্র। এর মধ্যে ৪০টি এটিএম কার্ড ক্লোন করে চক্রটি হাতিয়ে নিয়েছে ২০ লাখ টাকা। এই চক্রের সঙ্গে জড়িত ৫ বিদেশিকে নজরদারিতে রেখেছেন গোয়েন্দারা।তথ্য নিশ্চিত হলে এদের গ্রেফতার করা হবে।

বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় সিসি ক্যামেরায় পাওয়া ছবি দেখে সনাক্ত করা বিদেশি নাগরিককে ধরতে প্রায় একই রকম চেহারার পাঁচ বিদেশির উপর নজর রাখছে পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম বলেন, ‘আসল আপরাধী কে- সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তারা তাকে গ্রেফতার করবেন।’

রাজধানীর বনানীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউatm booth-www.jatirkhantha.com.bdসিবি) একটি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরির ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরায় ওই বিদেশির ছবি পাওয়া যায়।

বুধবার তিনি জাতিরকন্ঠকে জানান, ফুটেজ দেখে যে বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে তিনি সম্ভবত পূর্ব ইউরোপের কোনো দেশের নাগরিক। তার মতো দেখতে যে পাঁচজনের ওপর নজরদারি করা হচ্ছে, তারাও পূর্ব ইউরোপের। এর মধ্যে আসল অপরাধী কে তা আমরা জানার চেষ্টা করছি।’

গত ১৪ ফেব্রুয়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়। ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।

ঠিক একইভাবে ইউসিবি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংকের ছয়টি বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে তথ্য চুরির প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই যন্ত্র বসানো অবস্থায় বুথগুলোতে ১২০০ কাডের্র লেনদেন হয়েছে। আর এ পর্যন্ত ৪০টি কার্ড ক্লোন করে গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা তুলে নেওয়ার তথ্য গোয়েন্দারা পেয়েছেন বলে তথ্য এসেছে গণমাধ্যমে।