১০ হাজার বাংলাদেশী ফিরে আসেনি-রোহিঙ্গাদের কারণে ওমরাহ ভিসা বন্ধ-হাজী সেলিম
এস রহমান.ঢাকা: ওমরাহ করতে গিয়ে ১০ হাজার বাংলাদেশী আর দেশে ফিরে আসেনি বলে সংসদকে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। আর এ কারণে বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা প্রদান বন্ধ রয়েছে।
বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা প্রক্রিয়া আবার চালুর জন্য উদ্যোগ নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদে বৈঠক আবার শুরু হলে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হওয়ার জন্য দায়ী রোহিঙ্গারা। বাংলাদেশী পরিচয়ে হাজার হাজার রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে বিদেশ পাড়ি দিচ্ছেন। ওমরাহ ভিসায় সৌদি আরব গিয়ে আর ফিরে আসেননি।
হাজী সেলিম যেসব সরকারি কর্মকর্তা অবৈধভাবে উৎকোচ গ্রহণ করে রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
তিনি বলেন, আর দু’সপ্তাহ পর রোজার মাস শুরু হবে। অথচ এই সময়েই ওমরাহ ভিসা বন্ধ হয়ে গেছে। কিছু অসাধু লোকের কারণে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা ভুক্তভোগী হতে পারেন না।